স্টোকসের ‘হ্যান্ডশেকের’ প্রস্তাবে কেন রাজি হয়নি ভারত

Spread the love

ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ড বা ভারত—কেউ জেতেনি, ম্যাচ শেষ হয়েছে ড্র–তে। তবে ফলহীন এই ম্যাচেই শেষ দিকে দেখা গেছে চরম নাটকীয়তা। দিনের খেলা এক ঘণ্টা বাকি, এমন সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মাঠে থাকা ভারতের দুই ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দিকে ‘হ্যান্ডশেক’-এর জন্য হাত বাড়িয়ে দেন।

একটি টেস্ট ম্যাচের শেষ দিনের শেষবেলায় ফিল্ডিং দলের অধিনায়কের ‘হ্যান্ডশেক’ প্রস্তাবের অর্থ ড্র মেনে খেলা তখনই শেষ করে দেওয়া। সাধারণত ব্যাটসম্যান দল এ ধরনের প্রস্তাব মেনে নিলেও ভারতের দুই ব্যাটসম্যান ওই মুহূর্তে তাতে রাজি হননি।

কেন হননি, সেটা তাৎক্ষণিকভাবেই বোঝা গেছে। তবে এর রেশ থেকে গেছে ম্যাচের শেষেও। দিন শেষে দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই প্রসঙ্গটি আলোচিত হয়েছে। খেলা চালিয়ে গেলেও জেতা যাবে না, সেটা বোঝার পরও ভারতের ব্যাটসম্যানরা কেন ব্যক্তিগত মাইলফলকের পেছনে ছুটলেন আর ইংল্যান্ড অধিনায়কই–বা কেন ঠিক ওই মুহূর্তেই খেলা শেষ করতে চাইলেন?

স্টোকস যখন জাদেজা ও সুন্দরের দিকে ড্রর জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, ম্যাচে ভারত তখন ৭৫ রানে এগিয়ে। ম্যাচে ইংল্যান্ডের একটি ইনিংস বাকি থাকায় কেউই যে জিতছে না, সেটা বোঝা যাচ্ছিল স্পষ্টতই। তবে দুই সেশন ধরে ব্যাটিং করতে থাকা দুই ব্যাটসম্যানের চোখে তখন ব্যক্তিগত সেঞ্চুরির লক্ষ্য। জাদেজা অপরাজিত ৮৯ রানে, সুন্দর ৮০ রানে। এর মধ্যে সুন্দর আবার কখনোই টেস্টে সেঞ্চুরি করেননি।

স্টোকসের বাড়িয়ে দেওয়া হাত প্রত্যাখ্যান করে ভারতের দুই ব্যাটসম্যান খেলা চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত করেছেন সেঞ্চুরিও। সুন্দরের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরই দুই দল খেলায় সমাপ্তি মেনে নেয়। ম্যাচ শেষ হয় সমতায়।

Leave a Comment